বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস
বীর প্রসবিনী চট্টলার রাঙ্গুনীয়া উপজেলার দক্ষিণ শিলক রাজাপাড়ায় অবস্থিত “দক্ষিণ শিলক এম. শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়”। শিলক ইউনিয়নের সুসন্তান বিশিষ্ট দানবীর, সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব এম. শাহ আলম চৌধুরী, এলাকার বিশিষ্ট চিকিৎসক ডা: ক্যাপ্টেন মোহাম্মদ নুরুল আজিম সিকদার ও দানবীর জনাব এম. শাহ আলম চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব আলহাজ্ব এম. এ. মান্নান চৌধুরী অত্র এলাকায় শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ১৯৮৬ সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আর তাঁদের এ মহতী উদ্যোগকে সাফল্যের স্বর্ণশিখরে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার বিশিষ্ট ও স্বনামধন্য ব্যক্তিবর্গ জনাব আবদুল গণি চৌধুরী, জনাব মফজল আহমদ চৌধুরীসহ এলাকার সর্বস্তরের জনগণ। এছাড়াও ৩০ জন দাতা সদস্য রয়েছেন- যাঁদের প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় বিদ্যালয়টির অগ্রযাত্রা ক্রমোন্নতির দিকে ধাবিত হয় এবং ফলাফলের দিক দিয়ে যথেষ্ট সুনাম অর্জন করে। বিদ্যালয়ে রয়েছে সুযোগ্য, দক্ষ পরিচালনা পরিষদ এবং অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। এছাড়াও রয়েছে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া সরঞ্জাম ও বিভিন্ন খেলার সরঞ্জামাদিসহ প্রশস্ত খেলার মাঠ। এখানে সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে রয়েছে জাতীয় দিবসসমূহ উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। বছরের বিভিন্ন সময় আয়োজন করা হয় “মা ও অভিভাবক সমাবেশ”।
সকলের সমন্বিত চেষ্টায় বিদ্যালয়টি আরও অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং উপজেলার মধ্যে আগামীতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপ নেবে এ প্রত্যাশা সম্মানিত পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও এলাকার সর্বস্তরের জনসাধারণের