EIIN : 104812
School Code : 4008 South Shilok, (Rajapra), Rangunia, Chittagong; 01817793714
Headmaster Message

    প্রধান শিক্ষকের বাণী
    বায়ান্নের ভাষা আন্দোলন, সত্তরের সংসদ নির্বাচন, একাত্তরের স্বাধীনতা আন্দোলন, এরপর দীর্ঘ নয়মাস রক্তঝরা সংগ্রামের পর পৃথিবীর মানচিত্রে জনসংখ্যার দিক দিয়ে অষ্টম বৃহৎ রাষ্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছিল আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বর্তমান এ তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগসহ সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে পার্শ্ববতী দেশগুলোর চেয়ে এদেশের তরুণ প্রজন্ম অনেকখানি পিছিয়ে রয়েছে। এর প্রেক্ষিতে দেশের প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনাসহ অফিস সংক্রান্ত বহুবিধ তথ্য আদান-প্রদান সংক্রান্ত কাজ পরিচালনার জন্য প্রতিটি শিক্ষা-প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট থাকা অত্যাবশ্যক হয়ে পড়েছে। তাই এসব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ওয়েসবাইট খোলার ব্যাপারে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত যুযোপযোগী ও প্রশংসনীয়। এতে করে শিক্ষক-শিক্ষিকার দক্ষতা বৃদ্ধি পাবে এবং মফস্বলসহ দেশের সকল শিক্ষার্থীরা সমানভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজেকে বিশ্বের উন্নত দেশের শিক্ষার্থীদের সাথে সমকক্ষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।