EIIN : 104812
School Code : 4008 South Shilok, (Rajapra), Rangunia, Chittagong; 01817793714
President Message

    সভাপতির বাণী
    বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর এ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশের মত একটি জনবহুল দেশ মোবাইল ব্যবহার থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে অনেকখানি এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এদেশের জনশক্তি তথা তরুণ প্রজন্ম জনসম্পদে পরিণত করতে হলে তাদেরকে তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। আর এ শিক্ষা শুরু হতে হবে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের থেকে। তাই বর্তমান সরকার বাধ্যতামূলকভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয় ও সময়ের দাবী। এর ফলে এ দেশের প্রতিটি শিক্ষক/শিক্ষিকার পেশাগত দক্ষতাসহ গ্রামগঞ্জের অবহেলিত শিক্ষার্থীরাও নিজেকে উপযুক্ত হিসেবে বিশ্বের দরবারে প্রমাণ করতে পারবে বলে আমি মনে করি।

    আলহাজ্ব এম.এ. মান্নান চৌধুরী
    সভাপতি
    পরিচালনা পরিষদ
    দক্ষিণ শিলক এম. শাহ্ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়